সহনশীল ইলিশ উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখতে যথাযথভাবে জাটকা ও মা ইলিশ রক্ষা করতে হবে। কেবল আইন প্রয়োগ, জেল-জরিমানা করে এই সম্পদ রক্ষা করা যাবে না। এজন্য চাই সর্বস্তরের মানুষের গণসচেতনতা। এ লক্ষ্যে জাটকা ও মা ইলিশ রক্ষায় প্রকল্প হতে ব্যাপক গণসচেতনতা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় ইলিশ ক্যালেন্ডার, পোস্টার, লিফলেট, পত্রিকায় বিজ্ঞাপন, ভিডিও ডকুমেন্টারি, টকশো, পথনাটক সহ আরও নানা প্রকার প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই সকল সচেতনতামূলক কার্যক্রম প্রকল্প আওতাভুক্ত জেলা ও উপজেলায় নিবিড়ভাবে বাস্তবায়িত হবে।
জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে (নভেম্বর থেকে জুন) ৮ (আট) মাসব্যাপী এবং মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে ০১ (এক) মাস প্রকল্প এলাকার জেলেপল্লীতে সচেতনতামূলক সভা, ইলিশ রক্ষা সংক্রান্ত ভিডিও প্রদর্শন, মৎস্য সংরক্ষণ আইন সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেয়া হবে। প্রকল্পভুক্ত 29 (উনত্রিশ) টি জেলার ১৩৪ (একশত চৌত্রিশ) টি উপজেলায় 01 (এক)দিনব্যাপী প্রতি বছরে ০২ (দুই) টি করে মোট 107২ (এক হাজার বাহাত্তর) টি এবং ০৬ (ছয়) টি ইলিশ অভয়াশ্রমে 0২ (দুই) মাস সব ধরনের মাছ ধরা যেন বন্ধ থাকে তার জন্য অভয়াশ্রম সংশ্লিষ্ট ১৫৪(একশত চুয়ান্ন) টি ইউনিয়নে প্রকল্প মেয়াদে 01 (এক) দিনব্যাপী প্রতি বছরে ০২ (দুই) টি করে মোট ১২৩২ (এক হাজার দুইশত বত্রিশ) টি সচেতনতামূলক সভা জেলে/মৎস্যজীবী/মাঝি/ আড়তদার/ ট্রলার মালিক/ স্থানীয় জনপ্রতিনিধি/স্থানীয় প্রশাসন/আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য/গণ্যমান্য ব্যক্তিবর্গ/গণমাধ্যমকর্মী/ সমিতির সদস্য/প্রতিনিধির অংশগ্রহণে আয়োজন করা হবে।