মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধিকরণ;
প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হলো-
মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধিকরণ;
দক্ষতা বৃদ্ধিপূর্বক জাটকা ও মা ইলিশ আহরণকারী ৩০,০০০ জেলে পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; এবং
জেলেদের ১০,০০০ বৈধ জাল বিতরণ ও ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি।
প্রকল্পের লক্ষ্যমাত্রাসমূহ:
প্রকল্প সমাপ্তির পর ইলিশের বর্তমান (201৮-1৯ অর্থবছর) উৎপাদন ৫.৩৩ লক্ষ মে.টন থেকে বৃদ্ধি পেয়ে 6.20 লক্ষ মে.টনে উন্নীত হবে;
মোট ১০,০০০টি জেলে পরিবারকে বৈধ জাল সরবরাহ এবং ৩০,০০০টি ইলিশ ও জাটকা জেলে পরিবারকে তাঁদের চাহিদা অনুযায়ী বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদানের নিমিত্ত দক্ষতা উন্নয়নের মাধ্যমে দরিদ্রতা হ্রাস করা হবে;
দেশের ২৯ জেলার ১৩৪টি উপজেলায় প্রকল্পের এলাকা বিস্তার লাভ করায় পদ্মাসহ অন্যান্য নদীতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে;
: জেলে, মৎস্যজীবী, বিক্রেতা, আড়তদার, মাছ পরিবহনকারী অর্থাৎ ইলিশ আহরণ ও বাজারজাতকরণে সম্পৃক্ত সকলেই প্রকল্পের সুবিধাভোগী হবে।